বড্ড গরম। চৈত্রের তীব্র ক্ষরতাপে ওষ্ঠাগত প্রাণ। এক পশলা বৃষ্টির জন্য হাঁসফাঁস করছে প্রাণ-প্রকৃতি। হাঁসফাঁস করছে বাংলাদেশের ক্রিকেটও। হারের বৃত্তে এতটাই পিষ্ঠ যে, একটু হাসির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় বসে আছেন ক্রিকেটাররা।
যে কোনোভাবেই একটি জয় চান তারা। যে জয় পাথর চাপা দিবে সব ব্যর্থতাকে। কাল সেই বহুল প্রতীক্ষিত জয় পেল বাংলাদেশ। তবে মুশফিকরা নন, জিতেছেন সালমারা। হারের বৃতে যখন মুশফিক, সালমারা খাদের কিনারায় দাঁড়িয়ে, তখনই পরশ বুলিয়ে দেওয়া এক জয় পেল মহিলা টাইগাররা।
চৈত্রের চাঁদি ফেঁটে যাওয়া গরমে এ যেন এক পশলা স্বস্তির বৃষ্টি! কাল সিলেট স্টেডিয়ামে মহিলা টি-২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়ে একমাত্র জয় পেয়েছেন সালমাবাহিনী। স্থান নির্ধারনের জন্য বাংলাদেশকে আরও একটি ম্যাচ খেলতে হবে। দেখা যাক, সেই ম্যাচেও সালমারা জিততে পারেন কিনা। গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে তারা।
জবাবে সমানসংখ্যক উইকেট হারিয়ে ১১২ রানেই থেমে যায় লঙ্কান নারীদের ইনিংস। টুর্নামেন্টে প্রথম শতক পেরোনো বাংলাদেশের ইনিংসের ভিত্তি গড়ে দেন মিডলঅর্ডার ব্যাটসম্যান রুমানা। ৩৪ বলে ৪১ রান সংগ্রহ করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া দলনেত্রী সালমা খাতুন ১৯ বলে ২২ রান সংগ্রহ করেন। ১১৬ রানের টার্গেটে নেমে প্রথমেই হোঁচট খায় লঙ্কানরা।
দলীয় ২ রানেই জাহানারার বলে বোল্ড হয়ে ফিরে যান পেরেরা। তবে অপর ওপেনার মেন্ডিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের দিকেই এগোচ্ছিলো শ্রীলঙ্কা। সঙ্গে ছিল বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া। তবে ব্যক্তিগত ৩৩ রানে মেন্ডিসের রানআউট হয়ে ফিরে এলে লঙ্কানদের জয়ের আসা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১২ রান তুলতে সমর্থ হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।