রুশনারা আলী। আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের নাম যোগ করেছেন সফলভাবে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ তিনি। ইয়ং ফাউন্ডেশনের সহকারী পরিচালক, যিনি একই সঙ্গে বেথনাল গ্রিন অ্যান্ড বাউয়ের সংসদ সদস্য ২০১০ সাল থেকে। মাইকেল ইয়ংয়ের গবেষণা সহকারী হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। রুশনারা আলী ২০০৫ সাল থেকে বেথেল গ্রিনে অবস্থিত ইয়ং ফাউন্ডেশনের সহকারী পরিচালক যারা নতুন ধরনের সামাজিক বিষয়ে আলোকপাত করেন। তিনি একই সঙ্গে টাওয়ার হ্যামলেটস সামার বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য, লন্ডন শিশু দারিদ্র্য কমিশনের একজন কমিশনার, টাওয়ার হ্যামলেট কলেজের বোর্ড সদস্য, পল হ্যাম্লাইন ফাউন্ডেশনের ট্রাস্টি ও টেট ব্রিটেন কাউন্সিলের কাউন্সিলর। ২০০৭ সালের এপ্রিলে লেবার পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বেথনাল গ্রিন অ্যান্ড বাউ এলাকার প্রতিনিধি নির্বাচিত হন ও ৬ মে ২০১০ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন ১,১৫৭৪ ভোট বেশি পেয়ে। তিনি হাউস অব কমন্সে নির্বাচিত প্রথম বাংলাদেশি ও ২০১০ সালে নির্বাচিত প্রথম তিনজন মুসলিম মহিলা এমপির অন্যতম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।