ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে...ঐ আকাশের তারা গুনতে...। ইস!! রাজশাহি ছেড়েছি কত দিন আগে। তবুও আজ রাজশাহী তে ব্লগ দিবস উদযাপন এর পোস্ট দেখে আবারো নতুন করে বুঝলাম ফেলে আসা আমার প্রিয় রাজশাহী কে কতখানি মিস করি। স্কুল আর কলেজের সেই অসাধারন দিন গুলো কিভাবে ভুলি!! সি এন্ড বি এর মোড় বা পদ্মা নদীর পাড়ের সেই আডডা অতিপ্রিয় মানুষ গুলেোর সাথে। বোধকরি এই প্রবাস জীবনে স্মৃতি গুলিই একমাত্র সম্বল হয়ে দাড়ায় সে কারনেই মনে পড়ছে অনেক বেশী করে। বেচেঁ থাকুক রাজশাহী..।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।