আরও নাড়ু চাই অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু একটা লিখবো, কিন্তু যে বিষয় নিয়ে চিন্তা করি তা লেখায় রূপ দিতে না দিতেই নুতন আরেক বিষয় চলে আসে। কি আর করব দেশ টা যে ভাবে চলছে তাতে তো আর কোন একটা বিষয় নেয়া বেশিক্ষণ আর থাকা যায় না। এই অসস্থিতিতে এক জায়গায় অটল থাকাটা দুস্কর এখন। ঘর থেকে বের তো হতে ই ইচ্ছা করে না। কখন কোন ফাদে আটকে যাই। অনেক কিছু লিখতে ইচ্ছা করে, কিন্ত মানসিক ভাবে ক্লান্ত লাগে নিজেকে, এই ভেবে যে কেমন হবে আগামীর দিন গুলো লক্ষ্য করুনঃ আজ ১৩.তারিখ বি.এন.পি.এর হরতাল; ১৪+১৫.তারিখ শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি; ১৬.তারিখ বিজয় দিবস উপলক্ষে সরকারী ছুটি; ১৭.তারিখ হাসিনা এবং খালেদা- ... কে রাজনীতি থেকে অবসর করানোর জন্য "গড়বো বাংলাদেশ" এর পক্ষ থেকে হরতাল; ১৮.তারিখ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবিতে বাম দল-গুলোর হরতাল; আমরা আমজনতা ১৯+২০.তারিখ হরতাল; তারপর আবার ২১+২২ শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি; ২৩+২৪ অবরোধ; আর ২৫.তারিখ তো ক্রিসমাস ডে উপলক্ষে সরকারী ছুটি; ২৬+২৭.তারিখ বিক্ষোভ কর্মসূচী; ২৮+২৯.তারিখ আবার শুক্র শনি. .... . এই যদি হয় দেশের অবস্থা, আর আমদের অবস্থান যদি হয় দূর থেকে এমন, তাহলে আরও কিছু মাস মনে হয় এভাবেই চলবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।