যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। প্রথমে, যখন ইন্ডিজ ১৫০ এর নিচে আউট হয়ে যাচ্ছিল, বাংলাদেশের করুনা হলো... নাহ! অথিতিকে এরকম লজ্জায় ফেলা যায়না, At Least let them score 200 !! প্রথমে যে পাঁচজন চলে গেল সেটার রহস্য হচ্ছে তামিম ইকবাল ও এনামুল হক আসলে গার্ড পড়ে আসেননি!! আর ওনারা যে গার্ড পরেননি আর সেকারণে এত দ্রুত আউট হবে সেটা তো আর বাকিরা জানতনা, নাকি!? ওরা আউট হতেই যখন নামতে হলো, তখন বাকিরা গার্ড পড়ার ব্যাপারটি ঠিক ভাবেন নি! Too Soon বলেতো একটা কথা রয়েছে নাকি? সেই চক্রে পড়ে বেচারারা একে একে (নাইম, নাসির ও মমিন সাহেব) ফিরে গেলেন! শেষে যখন মুশি প্রশ্ন করলো, ঘটনা কি রেহ? তখন নাইম গিয়ে বলল, আরেহ ভাই গার্ডগুলো কই রাখসেন?! মুশির টনক নড়ল! গার্ড পড়ে নিয়ে নামল!! তারপরে নিয়া কিছু বল খেলতে সমর্থ হৈল! মাহমুদুল্লাহ, উত্তম গার্ড সহ খেলে যাচ্ছিলেন, খুবই বেরসিক, অথিতি পরায়নতা মাহুদ ভাই জানেনা!! কিন্তু গার্ড সমস্যার সমাধান হতে হতে ৫ জন ভাবলো, "গার্ড বিনা ক্রিকেট সুখ হয় কি মহিতে?" যাই গাহ! যারা গার্ড পড়েছে রান করার দায়িত্ব ওরাই নিক!! তো গার্ড পরিধানরত অধিনায়ক ও সহ অধিনায়ক আস্তে আস্তে অভ্যাস করে নিল, গার্ড ও জোয়েল গার্নার এর আত্মা ভর করা স্যামি আর রোচ এর বোলিং এর সাথে!! কিন্তু কি বেরসিক এই স্যামি!? খালি আবেদন করে, আউট চায়! আরে ভাই, তুই হলি অথিতি, এরকম করলে হয়? Be Gentaleman !!! আবার দিল আজেবাজে স্পিনারদের কে এনে! আরে, ওসব দেখেলে আমরা তো টিম স্পিরিট হারিয়ে ফেলি, অত আলসেমি করে বল করলে হয়? জায়গায় দাড়িয়ে বল ঢিল দেয় খালি! মাঝে মাঝে অর্কেস্ট্রা বাহিনী উত্সাহ ব্যঞ্জক বিজ্ঞাপন প্লে করছিল, "যদি লক্ষ্য থাকে আউট, হবেই হবে দেখা, দেখা হবে ড্রেসিংরুমে....." সে যাই হোক, ড্রেসিং রুমে গিয়ে যখন আউট হওয়াদের ব্যর্থতার কারণ জানতে চাওয়া হলো, ওরা কিছুটা ক্ষিপ্ত হলো! বলল একে তো মিয়া গার্ড পরিনি, ওখানে গেলাম, আপনারা বলছেন ব্যর্থতা? কেন ব্যাটে কি আমরা বল লাগাইনি? এখন আমরা মাত্র দুজন, বল খেলি একজন, আর ওরা একজন অসহায় আমাদের উপরে ইচ্ছেমত জোরে বল করে, আর আপনারা বলছেন আমরা ব্যর্থ? কি করে আপনারা ১০০% শিউর করে বলছেন যে রান করতেই হবে? বল কত জোরে আসে জানেন? রান করতে বলেন আবার!! দেখেন রান করা করি কিছু না, ওখানে যেতে পারাই অনেক বড় ব্যপার! আমাকে প্রশ্ন করলো," আপনি পারবেন?" আমি তরুণ এনামুলের চিন্তাভাবনা জানার চেষ্ট করলাম, আর যুগান্তকারী জবাব এসে গেল সাথে সাথে! টাইগার আমরা, এভাবে ম্যাচ বাকি রেখে, উত্তেজনা শেষ করে আমরা ম্যাচ জিতার মত কাপুরুষতা করতে পারিনা, আরে ভুলে গেলে চলবে কি করে, ওয়েস্ট ইন্ডিজ হলো আমাদের অথিতি, শেষ খেলাটা পর্যন্ত তো ওদের একটা ফেয়ার সুযোগ দিতে হয় নাকি? আমরা বাঘ, খেলিয়ে মারি! হালুম! মাশরাফি বললেন, আমি ভাবলাম পিছে ফাস্ট বোলারদের জনে কিছু নেই, স্যামিকে সেই কথা বলতেই ও বলল, "ঠিক বলেছ!" তো আমি একজন ক্যাপ্টেনের কথা কি করে অবজ্ঞা করি? আমি তাই সেভাবেই বল করলাম যাতে ওনার মনে হতাশা সৃষ্টি না হয়! বাংলা হল অথিতি পরায়নতার দেশ, ভুলে গেলে চলবে? ড্যারেন স্যামি, ডরান স্যামি, দারুন স্যামি ভাবলেন, ওকে লাস্ট ম্যাচ তো জিততে পারবনা, বাংলাদেশ এত যত্ন আত্তি করলো এই ঢাকায়, প্রতিদান তো দিতে হয়? ভালো জায়গায় বল করে তাই গার্ড পড়া-না পড়া সকলকেই ড্রেসিং রুমে ফিরে যেতে সাহায্য করলো! আহা! স্যামির মহত্ব !! যুগে যুগে ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে... পরিশেষে, বাংলাদেশ বীরের দেশ, বাঙালি বীরের জাতি, কেন এই ম্যাচ হেরেছি আমরা? যাতে পঞ্চম ম্যাচটিকে "চরম গুরুত্বপূর্ণ" মনে হয় এবং আমরা এই অর্ডিনারি, কনটেস্টলেস ম্যাচ না জিতে বরং সেই ইস্পিশাল ম্যাচ জিতব!! সেটাই আমাদের প্রত্যয় !! যাহোক, বাংলাদেশ পাঁচ নম্বর ম্যাচ জিততে চায়, সেজন্যে চার নম্বরটি বড়ই গৌন ও অগুরুত্বপূর্ণ !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।