ঢেউয়ের কলরবে কল্ললিত আবেশ চাঁদের জোস্না খেলা করে লোহিতের ঘায় ছলাৎ ছলাৎ জলরাশি পা ছুয়ে যায় শিহরে উঠে মন হাঙ্গরের সোর দেখা যায় মনে পড়ে একদিন দাদু বলেছিল রাতে একাকি কোথাও যেওনা জিজ্ঞাসা অদোরে দাদুকে চুপি চুপি বলি কেন ? রাতে একাকি বাহিরে গেলে কি হয়? দাদু কহে শুন সোনা ভাই দিনে চলি আমরা রাতে চলে ওরা... ওরা কারা জানতে আমার ৩৩ বছর গেল আজো ওদের কাউকে দেখতে পাইনি রাতের আধার আমার মনে হত কাল চাদররে মতো ঝি ঝি পোকাদের বাহারি আলো মেনে হত দূরে কোথাও বিয়ের অয়োজন আজ মনে হয় শহরের লাম্পোষ্টগুলো সে দিনের ঝি ঝি পোকার খেলা ছোট্র একটি শহর বিশাল সমুদ্র সিমা পুরো শহর ঘিরে সৈকত এবার পিছনে ফিরে দেখি রতন উকি দিয়েছে পূর্বগগন ছেদিয়া জলরাশিগুলা এবার শখতা জমায় কিরণ কে নিয়া ১৭-১১-১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।