আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন কুসুম মরণ - মরণ খেলা !

বুনোপথগুলো কেমন নির্জন হয়ে আছে মন যেমন থমকে থাকে কিংবা ঘুটঘুট অমাঅন্ধকার ঘুটে দেয় পৃথিবী ও নভোমন্ডল তেমন নির্জন এবং পিনপতন নির্জনতা। কেওড়া গাছের পাতার শরীরে মাখানো বিষাদের ছায়া রৌদ্র-মেঘ হিমেল বাতাসে কি বিষাদিত এই নীরবতা যেন মৃত্যুর কন্ঠস্বর শুনতে পাচ্ছে ওরা । বনে ও মনের গহীনে এ কোন কুসুম মরণ - মরণ খেলা ! -প্রান্তিক জসীম ১২.১১.১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।