প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। আমার তো আর কিছুই থাকলো না প্রেম আর মানবতা বলে যে বিমূর্ত বস্তু নিয়ে পথে পা বাড়ালাম কালের যাঁতাকলে রুগ্ন হতে চলেছে আজ যেখানে শেয়ালের হুংকারে রাত্রি কাটা বড় দায় যেখানে খানকির দম্ভ আর দামটে রাজপথ প্রকম্পিত যেখানে বলদের উত্তেজনায় গাইয়ের প্রসব বেদনা আসে সেখানে মানুষ কী করে টিকে থাকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।