জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। টিকলো নাকের একটি নারী আঁকছি যাহার ছবি, মেঘ কালো তার চুল ছড়ানো দেখে নর হয় কবি। মড়ালীর ন্যায় গ্রীবা তাহার মুক্তো মাখা দাঁত, পিনোন্নত স্তন দু'খান, সুডৌল গড়ণ হাত। সাঁঝ আকাশের আভা মাখা গাল দু'খানি তার, নিতম্ব তার মাংসবহুল উরু চমৎকার। মেদহীন তার দেহখানি, টকটকে লাল ঠোঁট, ছিটকে যেন ঝরবে লহু একটু পেলেই চোট। ধনুক-বাঁকা ভ্রু-জোড়া তার আলতা-দুধের ত্বক, পদ্ম ফুলের পাপড়ি যেন আঙ্গুল এবং নখ। পিঠটি যেন জ্যোৎস্না রাতের নিরাগ সরোবর, চোখের তারা ঘন কালো, চিকন তার কোমর। কিন্তু হৃদয় শান বাঁধানো স্বরখানি কর্কশ, এমন নারীর সঙ্গে কাটাই রাত্রি ও দিবস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।