প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
সুন্দরের কথা/
শাফিক আফতাব/
..................................................................
আমি গুঁটিয়ে নিয়েছি নিজেরে, এ যুগে মামা খালা সালার বিশেষ দরকার
আমার কেউ নেই__কারো ভাইয়া আছে, কারো আবার নাইকার ভাই আছে
কারো আছে বড় আমলার সমন্ধি__আমার কেউ নেই__
আমি নিজেরে গুটিয়ে নিয়েছি__আমি কোথাও যাইনা__
কারো বাড়িতে খাইনা।
মানুষগুলো আজ চাকরি কারখানা খুলেছে__ মানুষগুলো আজ অনেক কাজের কাজী
বাঁদরের চেয়ে পাঁজি, তারা নগ্ননৃত্য করে, তারা মানুষেরে ভৃত্য ভাবে
তারা আয়েশ করে ঘুমায়, পরকীয়া শয্যায় অবৈধ নন্দিনীর কপোল চুমায়
তারা ধর্মের কথা বলে, আবার কর্মে প্রমাণ করে স্বার্থপরতা।
কেউ আবার নীতিবান, নীতির নী থাকেনা জীবনাচারে, তবু তারা শ্যাট
সমাজের ভিতরে।
সেইসব মানুষের থেকে আমি নিজেরে গুঁটিয়ে নিয়েছি,
আমি নীতির কথা বলিনা, ধর্মের কথা বলিনা__আমি সত্যের কথা বলি
আমি সুন্দরের কথা বলি___ আমি আমার কথা বলি,__নিজ নিজ ভালো হলে
সমাজ আপনাতেই ভালো হতো__মাইক ভাড়া করে মাউথপিছ গরম করতে হতো না
গরম করতে হতোনা জনসভা।
...............................................................................
০২.১১.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।