সুন্দর আমি তোমায় খুঁজি,
সুন্দর আমি তোমায় পূঁজি,
সুন্দর আমি তোমায় জাগি,
সুন্দর আমি তোমায় ভাবি!
তুমি ঠিক যতটুকু কল্পনা করতে পার, আমি ঠিক ততটুকুই সুন্দর হতে পারি,
তুমি ঠিক যতটুকু ভালবাসতে পার, আমি ঠিক ততটুকুই মানুষ হয়ে উঠতে পারি!
সুন্দর আমি তোমায় আঁকি,
সুন্দর আমি তোমায় রাখি,
সুন্দর আমি তোমায় মাখি,
সুন্দর আমি তোমায় সঁপি!
চাঁদ, তুমি কি কবির কল্পনা থেকেও সুন্দর হতে পার? আমার কল্পনায় তোমার জ্যোৎস্না যে নেশা ধরায়, তোমার ফোটনের পূর্নিমা কি তার থেকেও মাদকতাময়?
সুন্দর তুমি মোক্ষ আমার,
সুন্দর তুমি দুঃখ আমার,
সুন্দর তুমি মৃত্যু আমার,
সুন্দর তুমি মুক্তি আমার!
সুন্দরের আছে সাতখানি শঙ্খ,
যার সাত সুরে আছে সাত সমুদ্রের গান
সুন্দরের আছে সাতখানি ডানা,
উড়বার সাত আসমান, যার ওপাশে,-
আছে সাত স্বর্গের মরীচিকা বাসর!
সুন্দরের আছে সাতখানি বসন্ত,
সাত গোলাপের সুবাসে যার সাত পূর্নিমার ঘোর!
সুন্দরের আছে সাতখানি হিমালয়,
সাতছড়ি অরণ্যের নীল নীল সাতখানি রাত্রি জুড়ে,
হারিয়ে যাওয়ার সপ্তম অভিযানে,
তোর চোখে আমি এঁকেছিলেম সাতখানি স্বপ্ন!
সুন্দরের আছে সাতখানি বাসনা,
সাতখানি সূর্যের সাত রঙে,
যার পুড়বার সাত জনমের হাহাকার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।