সত্যসন্ধানী জাগছে এদেশ , জাগছে ফুলের মতো , বিজয়-শিখা হাতে / একই সুরে গাইছে এরা দিনে রাতে প্রাতে -- / পিতা-মাতা ,ভাই-বোন , স্বজনহারা , জাগছে এরা / এরাই দেশের সোনার ছেলে দেশের প্রেমে পাগলপারা । / বাংলা এবার বীরের বেশে জাগছে শেষে / রাজাকারদের বিচর হবেই বাংলাদেশে । / কোথায় তোরা নতুন যুগের মুক্তিসেনা / আসছে সময় শোধবে এবার মায়ের দেনা ।/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।