আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরের জন্য শোকগাথা



দুর্বিষহ লজ্জায় ঘিনঘিন করে চোখ সর্বত্র দেখি নয়ছয়-রঙের প্রতিচ্ছবি। প্রেমের গলিপথ দিয়ে ঘুরে বেড়াই আমি যদি শুনতে পাই সুন্দরের প্রতিধ্বনি। প্রিয়তম, তুমিই বলো, অদৃশ্য বাতাসে অনায়াসে বদলে না যাওয়া সুন্দরের কথা। আমার এই কাঙালপনার রহস্য পথসঙ্গীদের চোখে যে ক্ষত দেখতে পাই। ফুলবাগানের বন্ধুরা কি জানে না চারপাশে ধ্বংসাত্মক জঞ্জালের উৎসব। দেবদূতের জামা পড়ে, হায়েনার দল দেখো, খরগোশগতিতে পৃথিবীর সন্মুখভাগে। কী জানি কবে আসবে আমাদের দিন আর দেখতে পাবো সুন্দরকে স্বরূপে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।