জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। দুই হাত প্রসারিত করি - সুন্দরের প্রত্যাশায়, নিমিলিত চোখ, স্বপ্নের জাল বুনি,ভালোবাসার কারুকাজ; স্পন্দিত হৃদয়ে জেগে উঠে নরম বিকেলের সবুজের ছায়া; থির পুকুরের জলে তোমার প্রতিচ্ছবি অজানিত এক মহিমায় প্রোজ্জ্বল; অধরে ঝলকিয়ে উঠে সরল হাসি। দুষ্টু এক মাছরাঙা হঠাৎ করেই ভেঙ্গে ফেলে জলের নিরবতা - তোমার ছবি কেঁপে কেঁপে হারিয়ে যায়; বিমূঢ় আমি সাধনায় বসি নূতন প্রত্যাশায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।