প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
সুন্দরের গাঁথা
শাফিক আফতাব.................
সুন্দর, তুমি বেড়ে ওঠো অলক্ষ্যে__উষ্ণ ওমে স্পর্শে হৃদয়ে আমার বাড়ে উত্তাপ__
আমিও তোমার জন্য মাটির চাক ভেঙে ভোগা চেলে বেরিয়ে আসি আলোতে
রাজমুকুট পড়ে তোমার সান্নিধ্য পেতে চাই ___
তোমাকে হাতের মুঠোয় পেলে আমি মুঠো মুঠো আনন্দ পাই___
আর ভিটামিনে-এ ক্যাপসুলের মতোন তোমাকে চেবে গিলে খাই এক কিশোর বালক।
সুন্দর তুমি পাশাপাশি কিংবা ঘেষে ঘেষে বেড়ে ওঠো
তোমার মুখে মুখ রেখে আমি অমৃত পান করি
আমার কাশলতাবুকে নিয়ে আগলে রাখি__তোমার স্পর্শে উত্তাপে স্বপ্নের কুঁড়িগুলো
ঝুরঝুর পড়ে__ যেন কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি রবণ__
তোমাকে মুঠো ভরে পানি করি__আর অমনি আমার রক্ত, চেতনা আর বোধগুলো
আবেশিত হয় সুরালোকে।
সুন্দর, তুমি এসো নির্জনে
তোমাকে বেলুন ভেবে আমি তোমার গভীরে ঢুকে গিয়ে মহাকাশ ভ্রমণ করি__
এক অমৃত আর এক অশরীরী অনুভবে এক সুবোধ শিশুর মতোন তোমার মুখে মুখ
রেখে ঘুমে যাই__ঘুমের আবেশে তোমার সুবাসে কাটাই রাত্রি__সময়__ দিন..
হই রঙিন........................
১০.০৯.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।