আমাদের কথা খুঁজে নিন

   

--বৃক্ষের মতন...

আমি হলাম --বৃক্ষের মতন... কষ্ট গুলো শেকড় হয়ে আমায় কেমন জড়িয়ে রাখে খুব আপন এই আটপৌরে শরীর জুড়ে ... তবুও আমি ছাঁয়া দিতে ভালবাসি আর সবাইকে, যখন পোড়া রোদের দহন চারিদিকে আমি হলাম -- তেমন যেন, ঠিক সেই বনবৃক্ষ... ছিটেফোঁটা যত্ন ছাড়াই টগবগে কী তারুণ্যকে অঙ্গে মেখে উঁচু মাথায় বাঁচতে পারে, বণ্যঝড়ে ঠায় দাঁড়িয়ে একা একা অমাবস্যার নিকষ কালো অন্ধকারে আনন্দে হয় উল্লাসিত যে, আবার কখনও অমল জ্যোৎস্নায় স্নান করে, বারবার একাই অবাধে শেঁকড়ের প্রেমে মাটির গভীরে হারায়, নিজের গহীনে নিজেকে খুঁজে পাবার সেই অচেনা তৃষ্ণা বড়ই অদ্ভুত। বৃক্ষটা তাই নিজের সেই চাপা কান্না কখনই আর দেখতেও পায় না, হয়তো কোনদিন পাবেও না..। তবু হে মন, হে মন বৃক্ষ আমার ..! এই বৃক্ষের মায়ার সেই অদ্ভূত বর্ণচ্ছটায় অন্তত একবার, না হয় ছোট্ট এ জীবনের ফিরে যাবার শেষবার তোমার দেহ, তনুমন আমূল ভাসিয়ে দাও .। হতে পারে তখন আর সে তোমাকে শূন্য হাতে ফেরাবে না, বরং নতুন করে বাঁচতে শেখাবে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।