এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
বৃক্ষের কান্না
বিশাল আকাশ, নিস্তদ্ধ রাত
আকাশের তারাগুলো মিটিমিটি জ্বলছে
ভূ-পৃষ্ঠে দাঁড়িয়ে থাকা বৃগুলো
রাতের স্নিগ্ধ হাওয়ায় দুলছে
আমি বৃকে বলছি
তোমার কিছু কান্না আমায় দাও
তখন আরও অঝরে কাঁদতে শুরু করলো
গভীর রাত, অজস্র পাখির কলকাকলিতে
কান্না কিছুটা থেমে আসছে
আমি আবার বললাম
তোমার কিছু কান্না আমায় দাও
তখন সে কান্না থামিয়ে বলল,
তুমি কী ভেবেছো? রাত এতো হিংস্র
জানিনা কেন রাত হলে ভয় হয়
রাতের অন্ধকারের জানোয়ার
নাগিনির নীল দংশনে কাটায়
আগুনের তাপে পোহায় রাত
ভেসে যায় চোখ বৃরে রাত্রিকাল।
২৫.১২.২০০২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।