আমি, আমার ছেলে, আমার স্বামি এই আমার রাজ্য, আমার রাজ্যে আমি রানি
অনুভুতির আত`নাদকে দিতে চাই বিশয`ন
বোধ গুলোকে ধাওয়া করি ... হত্যা করি চেতনা
মনুষত্ব কে ফ্রমে বন্ধি করে বানিয়ে রাখি ইন্টেরিয়র..
ভুলে যেতে চাই স্বপ্ন যা বুনেছিলাম বুকের ভিতর..
খুব বেশি হিংসা করি বৃক্ষের নি`লিপ্ত জীবনকে।
আকুতি বিধাতার দরবারে, মানব না দাবানল হতে চাই..
অথবা জ্বালাময়ী ভিসুভিয়াস
চাই পামিরের মতো স্হবির কঠোরতা...
আত্মার বন্ধনকে অস্বীকার করার দৃঢ়তা চাই
অস্বীকার করতে চাই শৈশব লালিত চপলতা
আমি বৃক্ষ হতে চাই.. মহীশুর
জটায়ু অচীন বৃক্ষ, মানবতার ঋন বইতে চাই না....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।