আমাদের কথা খুঁজে নিন

   

বৃক্ষের ভাগ্যকে ঈর্ষা করি।

রাজা

খুব সম্ভবত বট গাছ গাছের সাথে কবিতাটা ফ্রি- বৃক্ষের ভাগ্যকে ঈর্ষা করি। নিজের বেদনা থেকে নিজেই ফোটায় পুস্পদল। নিজের কস্তুরী গন্ধে নিজেই বিহ্বল। বিদীর্ণ বল্কলে বাজে বসন্তের বাঁশরী বারংবার আত্মজ কুসুমগুলি সহস্র চুম্বনচিহ্নে অলংকৃত করে ওষ্ঠতল। আমি একা ফুটিতে পারি না।

আমি একা ফোটাতে পারি না। রক্তের বিষাদ থেকে একটি আরক্তিম কুসুমও। আমাকে বৃক্ষের ভাগ্য তুমি দিতে পারো। বহুজন্ম বসন্তের অম্লান মঞ্জুরী ফুটে আছো। নয়নের পথে দীর্ঘ ছায়াময় বনবীথিতল ওষ্ঠের পল্লব জুড়ে পুস্প বিচ্ছুরন।

আমাকে বৃক্ষের ভাগ্য তুমি দিতে পারো। তুমি পারো করতলে তুলে নিতে আমার বিষাদ ভিক্ষাপাত্র ভরে দিতে পারো তুমি অমর সম্ভারে সর্বাঙ্গ সাজিয়ে আছো চন্দ্রালোকে, চন্দনের ক্ষেত। আমার উদগত অশ্রু অভ্যথর্না করে নিতে পারো না কি তোমার উদ্যানে? মোহিনীরা স্বভাবে নির্মম। আর যারা ভালোবাসে তারা শুধু নিজেদের আত্মার ক্রন্দনে ক্লিষ্ট হয়। এত সুন্দর কবিতা মানুষ লিখে কেমনে? কবিতাটা লিখছে পুর্ণেন্দু পত্রী


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।