আমাদের কথা খুঁজে নিন

   

বৃক্ষের নাম - অটোগ্রাফ

রাজা
এটির নাম হচ্ছে অটোগ্রাফ । আরেকটু ভালো ভাবে বলতে গেলে বলতে হবে অটোগ্রাফ ট্রি । এর বৈজ্ঞানিক নাম Clusia rosea এবং এটি Clusiaceae পরিবারে একটি উদ্ভিদ। অন্যান্য স্থানীয় নামরে মধ্যে Autograph Tree, Pitch Apple, Balsam Fig উল্লেখযোগ্য। অটোগ্রাফ ট্রি একটি মজার গাছ।

এর পাতার উপড় আঙ্গুলের নখ দিয়ে লিখা যায় এবং এই লেখা পাতা ঝরে পড়ার আগ পর্যন্ত থাকে মনে করা হয় এই জন্যই এমন নামকরণ হয়েছে। এটি লম্বায় প্রায় ২৫-৩০ মিটার পর্যন্ত হয়ে থাকে। এর আদি নিবাস ধরা হয় ওয়েষ্ট ইন্ডিজ কে। সাধারনত গ্রীষ্মকালে ফুল ফোটে । ফুল কয়েক ধরনের রঙে পাওয়া যায়, তার মধ্যে গোলাপী এবং সাদা বেশী চোখে পড়ে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।