উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
যা আজো বুঝি নাই শীতের দহনাকৃতির নাভিতে যে মাতাল সুরভি
ছুরির ডগায় ঝিলিক দিয়ে যায় বিরহে
কাতর বাহুলগ্নী মুখোশের তলে যেই সীমানা
যেই ফলের গায়ে কাচা সবুজের প্রলেপ তার চেহারা
বৃষ্টির ফোটায় ফুটলে
শব্দের পিছনেও চলে যেতে হয়
নীল সাতারের গভীরে জীবনের খেরোখাতার পৃষ্ঠাগুলিকে
উল্টিয়ে পাল্টিয়ে দেখতে হয়
নিদ্রামুখের খাচায় যে পাখিদের ছায়া ভেসে ওঠে মনোসন্তুরে
এর আড়ালে আমাদের প্রেম আমাদের লোভ লালসা ছল-চাতুরি
সব সবুজ গান হোক জঙ্গলের সৌন্দর্য
ফুটে উঠুক আমাদের ঘাড়ে ও মুখে
আর যতআর্তনাদ যত অবহেলা আজো রেশমে ফোটে নাই
তাদের মাংশে উড়ুক ব্যক্তিগত আয়নার ভাঙা টুকরা
আমরা যে ঘুমের দেওয়ালে অনায়াসে ঢুকে পড়ি ছবি আকি
রেলভ্রমণে যাই
ওখানে তার হারানো হাড়ের ছিন্নসুর জোড়া লাগে
আমরা দেখি জাহাজ ছেড়ে যাচ্ছে জলের শব্দ তলিয়ে নিচ্ছে শহর
যেখানে আমাদের মুখের দিকে আমরা তাকাই না
পায়ের দিকে তাকাই
হাতের দিকে তাকাই - আমরা বৃক্ষের পাতায় মুখ ফিরিয়ে নিই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।