"তবু দলছুট একদল স্বপ্নবাজ বাঁধে নতুন প্রভাতগীত; ভৈরবীর সুরে বাঁধা স্বপ্নে বাঁধে নতুন ভোর। ভোরের সেই হিমালোক শিশির স্নানে যাবে সকল যাপিত জীবন। তিমিরভেদী মিছিল নিয়ে; হিমাদ্রিসম স্বপ্নে বয়ে" জীবনবোধের বেহিসেবি হিসেবের পাণ্ডুলিপি;
পাওয়া না পাওয়ার ম্যারাথন প্রতিযোগী তুমি
মাথায় প্রগতির ঝড় জমা রেখে আজ নিজেকে
নিয়ে ভীষণ ব্যাস্ত হতে শিখেছ !!
মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?
তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।
ক্রুশবিদ্ধ যীশুর কি ভীষণ কষ্ট হয়েছিল !!
নাকি যীশু ভীষণ কষ্ট আর বুকফাটা জলতেষ্টায়
পূর্ণ করেছিল আশীর্বাদের পেয়ালা ।
একবিংশের এই নিপুন সভ্যতার অসভ্য
চাদরে মোড়ানো গলিত-দলিত শিল্পমঞ্চ;
প্রগতির আলখাল্লায় ঢাকা পর্দাবনত তুমি!!
যদি কোন রুদ্র বিকেলে
বিপ্লবযীশু চে গুয়েভারার গুলিবিদ্ধ দেহ
মূর্তিমান সাইক্লোন হয়ে জেগে উঠে;
এবং প্রশ্ন করে-
দীর্ঘজীবী বিপ্লবে কফোঁটা রক্ত তোমার জমেছে যে
আজ তুমি ক্লান্ত ?
বুকে ঝুলানো চে এর দেয়ালচিত্রের বজ্রাবয়ব
সৌন্দর্য দেখেছ-
দেখনি জীবন- স্নোগান- রক্ত ।
কাজলদিঘি চোখ দেখেছ-
দেখনি বৃষ্টি ।
বলিভিয়া জঙ্গল, অনন্য তরুবীথি,
শান্ত প্রকৃতি দেখেছ-
দেখনি বিশালাক্ষী স্বপ্নবাজ এক মানবদেবের
মুক্তিকামী ঝঞ্ঝাভিজান ।
অথচ পুঁজির প্রতাপে দগ্ধ তুমি যৌবন- যুবা
আজ চলেছ তেলাপোকা জীবন সরল রেখায়;
ঘর- সংসার- বিছানা- বালিশ- বাচ্চা উৎপাদন
জল প্রবাহের অদ্ভুত মোহে তোমার বহিছে যৌবন !
তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।