সবুজের জন্য ভালবাসা । প্রগতির পথে পৃথিবী এইভাবেই এগিয়ে যাই, প্রগতির পথে উদগ্রীব হয়ে থাকে অভিজাত বিপনি বিতান, থাকে পরিষ্কার আধুনিক বাথরুম, থাকে অসুস্থ সচ্ছলতা, নগরীর রজনীগুলু দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, মানুষের আলোময় দিনগুলো ক্ষুদ্রতর হয়, মূলত প্রগতির পথে দুঃসময়ে এইভাবে এগোয় পৃথিবী। মম তার কিশোর ছেলের বন্ধুদের শাড়ির সচ্ছতায় নাভী দেখায় বলে, হাউ সুইট ইউ বয়েস আর ! দেশ এগিয়ে যায় প্রগতির পথে, উন্নয়নের পথে মূলত এইভাবে এগোচ্ছে পৃথিবী সময়ের সাথে। --- সুনির্মল বসু এবং হেলাল হাফিজের ভাবধারায় অনুপ্রানিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।