Student : B.Sc in EEE এত্তদিন বাংলাদেশ থেকে ইন্ডিয়ানরা বিভিন্ন অনৈতিক উপায়ে অর্থ চুষে খেয়েছে । কিন্তু এবার অন্তত আমরা নিজ যোগ্যতা বলে বৈধভাবে ওদের কাছে থেকে অর্থ আদায় করতে পারলাম। ইন্ডিয়ানরা দেখুক ,ইন্ডিয়ানরা আমাদের কাছ থেকে নেয় বিভিন্ন অনৈতিক উপায়ে, আর আমরা ইন্ডিয়ানদের থেকে আদায় করি বৈধ উপায়ে ।
আর সাহারা নিয়ে যাদের সমস্যা তাদের বলিঃ
গ্রামীন ফোন ৩০ কোটি দিতে চাইছিল। সাহারা দিল ৮০ কোটি।
এখন বলেন বিসিবির কি করা উচিত ছিলো। । । আর বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হিসাবে তো আর ""সাহারা ইন্ডিয়া "" লেখা থাকবে না ।
আর রবি, বাংলালিংক, গ্রামীন এরা কি বাংলাদেশি কোম্পানি ?/
তাছাড়া টাকা তো আমাদের দেশ থেকে চলে যাচ্ছে না।
। আমাদের দেশে আসছে , ক্রিকেটের উন্নয়নে কাজে লাগবে। । একটা বড় কম্পানি সেটা যেদেশের ই হোক.
যদি দেশের ক্রিকেটের উপকারে আসে তাতে দোষটা কি?
জার্সিতে সাহারা লেখা থাকবে, ইন্ডিয়া নয়..
আর জার্সিতে বিদেশি কম্পানির নাম লেখা থাকলে কোন দিক দিয়ে জাত চলে যাবে?গ্রামীণফোন" কি আমাদের দেশি কোম্পানী? আর যারা টাকা বেশি দিবে, তাদেরই তো স্পন্সর করা উচিত, তাতেই উন্নতি হবে। আবেগটুকু থাকবে জার্সির রঙে, স্পন্সরের নামে কেউ আবেগ খুঁজে না।
আমি কাউকে পাই নাই, যে বাংলাদেশ টিমের জার্সির "গ্রামীণফোন" বা "Neway" লেখা নিয়ে বিশাল আবেগে আক্রান্ত ছিলো।
শুধু ইন্ডিয়া না , যদি পাকিস্থান , কিংবা আমেরিকা থেকেও এরকম অফার আসে তবে তা লুফে নেওয়া উচিৎ । কেননা এতে টাকা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে না। বরং আমাদের দেশে আসছে ।
এখন দোয়া করেন যে চুক্তি অনুযায়ী টাকাটা যেন দেয়।
এমন হলেও হতে পারে যে চুক্তিতে কোন একটা ঝামেলা দেখিয়ে টাকা দিল না। এত বড় এমাউন্ট দেখে একটু সন্দেহ হইতেছে!!! এদের স্বভাব তো আবার ভালো না ।
তবে আমার যেটা মনে হয় এত্তদিন বাংলাদেশ থেকে ইন্ডিয়ানরা বিভিন্ন অনৈতিক উপায়ে অর্থ চুষে খেয়েছে । কিন্তু এবার অন্তত আমরা নিজ যোগ্যতা বলে বৈধভাবে ওদের কাছে থেকে অর্থ আদায় করতে পারলাম।
দ্রষ্টব্যঃ এই ব্লগে বেশ কয়েকজন ব্লগারের কমেন্ট যুক্ত করা হয়েছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।