আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্যে রোদন

কিছু আর্তনাদ বাতাসে ঘুরপাক খায় প্রতিনিয়ত কানের কাছে বাজে প্রতিধ্বনি তার বোধ, বুদ্ধি, বিবেকবিহীন রোবট মানুষ কেউ কেউ শাবল গাইতি হাতে খুঁড়ে চলে মাটি মৌলিক চাহিদার গোড়া থেকে আর দুমদাম ভেঙে পড়ছে প্রাসাদসম ঈশ্বরের সঙ্গে মানুষের বেঁচে থাকবার সন্ধি সশব্দে ভূপাতিত হচ্ছে ভীষণ এদেখে করতালি বাজায়, উল্লাসিত হয় রোবটেরা অন্যপক্ষে অভাগা কিছু মানুষ চিৎকার করে অন্ন চাই, বস্ত্র চাই, আলো চাই ঘুমোবার তোষক বালিশ চাই বলে করপূটে এক সমুদ্র শূন্যতা নিয়ে প্রার্থণারত কেউবা মন্দির মসজিদ গির্জায় কিন্তু কী লাভ তাতে? আমাদের ঈশ্বরতো ঠুঁটো জগন্নাথ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।