আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্যে চলে যাই

আমার রাখালী মন শহরের কোলাহলে বন্দি উঁচু উঁচু প্রাসাদগুলো চোখ রাঙায় মনে হয় ভেঙে পরবে এখনই মাথায় রাজপথ গাড়ীতে ঠাসা তিল ধারনের জায়গা নাই তীব্র হরণ কানে তালা লাগায় থেকে থেকে রিকশার টুংটাং শব্দ মানুষের চিৎকার মিছিলে মানুষের ঢল স্টেশনগুলোতে মানুষের ভীড় আর চেচামিচি সুন্দরী রমনীরাও রুদ্র মূর্তি ধারন করে বিকট চেহারায় তাদের অধিকার নিয়ে বৎসা করে হৈ হুল্লোরে ব্যস্ত সবাই তাই মস্ত ভীড়ের এই শহরে সবই আছে শুধু তার সৌন্দর্য নাই গাড়ী ধোয়া ছেড়ে করেছে ধোয়টে সব রাজপথ ধূলিকণা,ধোয়া আর সীসায় বেঁচে আছি অঙ্গুরি নিয়ে গাঁয় গাড়ীর হাত ধরে ঝুলে ঘন্টার পর ঘন্টা কি যে অসহায় কোমর ব্যথা হয়ে আসে পায়ে ঝেঞ্জি লেগে যায় সুন্দর সভ্য মানুষগুলো অধৈর্য্যে গলা খেকায় পত্রিকার সব ভয়ানক সহিংস ঘটনা পড়ে কথার ঝড় তুলে লোডশেডিং অসহ্য মশকবাহীনি হরতাল ধর্মঘট অবরোধ নাগারক অধিকার সব ফেলে ভাবি গ্রামে চলে যাই সবুজ ফসল শ্যামল ছায়ায় বৃক্ষতরু রাজী সেথায় পাখির কাকলী আর মুক্ত হাওয়া মাঠের পর মাঠ সবুজের সমারোহ আর প্রকৃতির মিতালী।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।