আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্যে রোদন



আমার এক বন্ধু সামহোয়্যারে সাইন আপ করেছিলো ২রা রমযান। এর পরপরই সে দু'টো দীর্ঘ কবিতা পোস্ট করে। প্রথম দিন বলা হয়েছিলো "৭ দিন পর্যবেক্ষণে রাখা হবে", আজ সপ্তাহ পরও সেই একই বাণী ঝুলানো আছে। শুধু তাই নয়, তার প্রথম কবিতাটিও কোথায় যেন গায়েব! তার প্রোফাইল দেখুন Click here আজ সারাদিন ধরে বিশেষ একটা লেখাকে স্টিকি করবার দাবি জানাচ্ছিলেন ব্লগাররা। কোনো কর্ণপাত নেই, জবাবও নেই। যাক, শেষ পর্যন্ত তাহলে নড়লো টনক। কোনো লেখাকে শীর্ষে ধরে রাখার সর্বোচ্চ মেয়াদ ক'দিন? পুরো মাস জুড়েই কি দেখবো ওই ভুলে ভরা পোস্ট 'মরে না কেন...'? এইসব আসলে কী হচ্ছে? মডারেটরবৃন্দের প্রতি অনুরোধ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করবার উপায়টা বাতলে দিন। ই-মেইল কিংবা কোনো লিঙ্ক....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।