আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্যে শ্বাপদ

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

গহীন অরণ্যে একা যেতে নেই- বলেন মুরুব্বীগণ। যেতে হলে যাও- সাথে নাও ঢাল, গায়ে বর্ম আর রাখো ধারালো অস্ত্রের ঝনঝন। কী জানি কী হয়!? যে কোনো সময় মৃত্যুকূপ, কাঁটা-লতা-গুল্মে আটকে দুই পা পড়ে যেতে পারো খাদে। তাছাড়া বিশাল ভয় অরণ্য শ্বাপদদের, সারাক্ষণ হিসফাস করে বনের আড়ালে। এ বিশাল জনারণ্যে একা হতে চাই।

ভাবি নিমগ্নতার কথা, কবিতার কথা। ভীড় বাড়ে তবুও মনুষ্য শ্বাপদের। হিংস্র মুখ ভেংচি কাটে, অট্টহাসি হাসে। ছিঁড়ে-খুঁড়ে নিতে চায় শব্দের জমিন। কখনো কখনো রাজপথ ছেড়ে আসা সংসারীদেরও হতে হয় প্রতিবাদী।

আপাতত গান্ধীর অহিংস নীতি এখনো মননে। যদি বাঁধ ভাঙে তুলে নেবো অস্ত্র একাত্তরের, মারবো পশুত্ব আরেকবার! 11.10.2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।