গভীর রাত
সকলে অঘোরে ঘুমোচ্ছে,
আর আমি একা বসে তোমায় ভাবছি।
আমি একাকী-
হ্যাঁ আমি একাকী এবং উদাস-
রাতের আকাশে চেয়ে আছি।
পূর্ব আকাশে ঝুলে আছে
আধখানা চাঁদ...
যেন আমার মতই অপূর্ণ
অথবা ভগ্নহৃদয়।
আমি হাজারো তারার মাঝে
তোমাকে খুঁজি,
খুঁজে ক্লান্ত হই;
চোখ জ্বালা করে,
খন্ড খন্ড মেঘের দল
তারার হাতছানিকে আড়াল করে।
আমি অপেক্ষায় থাকি-
আবার মেঘ সরে যাবে,
আমি তোমায় খুঁজব।
আমার হাজারো স্মৃতির আকাশে
আমি তোমায় খুঁজব।
ক্লান্ত হয়ে চোখ বুজি;
মনের আকাশে তোমার হাতছানি
আমি স্মৃতি হাতড়াই-
ভাসে তোমার আবছা ছায়া।
আবার চোখ মেলি-
এখন মেঘের দল নেই,
রাতের আকাশেও মনে হয়-
নীলচে ভাব;
কি বেদনায় রাতের আকাশ
এমন নীল হল?
আমি তো তাকে বলিনি-
আমি বলিনি যে
আমি একা আর উদাসীন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।