আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্যে রোদন



একটুখানি চা, ফিরে চা, আমার মুখ পানে মেকি, হলেও একটুখানি হাস- তোর তাতে কি এমন এসে যাবে? কমবে তাতে আমার বুকের দ্বীর্ঘশ্বাস। ছল করে না হয়, একবার পাশে, বসনা এসে তুই তাতে কি এমন তোর ক্ষতি? বাড়বে আমার শূন্য মনে পূর্ণ অনুভূতি। একটুখানি ঠায় দাড়িয়ে, বলনা কিছু বল দে’ না ঢেলে বুকের চিতায় একটুখানি জল, তাতে কমবে কি কিছু তোর? আমার শুষ্ক সাগরখানি হবে জলে টইটম্বুর। একবার এসে আমার পাশে, দেখনা একটুখানি ছুয়ে দে তুই, এই অন্তরের অতৃপ্ততা গ্লানি তোর কিসের রে সংশয়? তোর প্রেরণায়, নেব আমি বিশ্ব করে জয়। মিথ্যে করে হোকনা, তবু দে’ না ভালবাসা ঘুচিয়ে দে, এই জীবনের অসীম হতাশা তাতে তোর কি হবে বল? আমার জগত আলোয় আলোয় করবে ঝলমল।

আমার বুকে কান পেতে তুই, একটু যা না শুনে কতখানি রিক্ত নিঃস্ব আমি তুই বিনে! তাতে নাইবা পেলাম তোর দান এই স্মৃতিক্ষণ আজন্মকাল থাকবে অম্লান। একটুখানি কাদ’ না রে তুই , আমার বেদনায় ফেলনা, আমার তরে এ ফোটা অশ্রুজল- কিবা এত মবে তাতে তোর? সঞ্জীবিনী হবে তা ,আমার জন্যে চিরকাল। ডাকনা রে তুই ভূল করে, আমায় একটিবার রাখনা আমার চোখে তোর ওই দু চোখ, আমার হাতে হাত রেখে তুই, একটুখানি দাড়া অনূভবে নে বুঝে আমার জড়তা ও সাড়া। কেন রে তোর লজ্জা এমন ভারী? তোর দৃষ্টি পেরিয়ে আমি, যেতে নাহি পারি। আমার সাথে হাটনা রে তুই একটুখানি পথ সচল করে দেনা রে আমার জীবন রথ।

তোর কিসের পিছুটান? তুই থাকলে পাশে, গাব মর্ত্য জয়ের গান। যা’ নারে তুই, রেখে কিছু চলে যাবার বেলা তাই নিয়ে মোর কাটবে নিত্য বেলা। এসবের কিছুই হবেনা তোর জানা- তোর তরে নিজেকে বিকিয়ে , হব আমৃত্যু দিওয়ানা। ঢাকা, ১১.০২.২০১১ ইং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।