আমাদের কথা খুঁজে নিন

   

গুচ্ছ ছডা -১

আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনই,তুমি কি অপরুপ রুপে বাহির হলে জননী ডুবসাতার তোমার কাছেই আসছি ফিরে পান্থ-পথিক আশ্রয়ে, কারণ তুমি আগলে রাখো নিখাদ প্রেমের প্রশ্রয়ে। তোমায় হারাই, হারাই চোখের অশ্রু- শোকের আর্তনাদ। তোমায় পেলেই দন্তবিকাশ, স্বস্তি মনে বিশ্ববাদ। তোমার প্রেমের মাঝনদীতে এমনিতর ডুবসাতার । ক্ষণিক ডুবি ক্ষণিক ভাসি পুনঃ পুনঃ বারংবার। নিঃস্ব দোকানদারী তোমার পথের ঘাসকে মাডায় আমার পথিক মন, তোমার দূরের দষ্টি আকে ক্যানভাসে আনমন। তোমার প্রতি পদক্ষেপে তীক্ষ্ন নজরদারী। তোমার বাকির বেহিসাবে নিঃস্ব দোকানদারী। বিশ্ব জুডে দাপডে বেডাই তোমার উপহার- কিন্তু তুমি একজনই মোর জগত ও সংসার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।