০১।
হয়তো পারিনি দিতে খামে ভরা চিঠি
পারিনি তুলে নিতে হৃদয়ের দাবি
তবু প্রেম; তবু ছিলো প্রণয়ের খুঁনসুটি
এ আমার অনাহুত গৃহত্যাগী ভৈরবী।
০২।
সর্বনাশা এই বৃষ্টিকালেই
তোমার সাথে দেখা
রুদ্ধ-নয়ন শুদ্ধ করে
তবেই থেমে থাকা।
০৩।
জন্মসূত্র পাঠ করেছি
রঙিন চশমা চোখে
অযুত রাত্রি গান করেছি
তোমায় মনে রেখে।
০৪।
হিন্দু পাড়ার পোঁড়া মঠে
পূজো দিলেম কতো
কে করেছে কখন কবে
এতো প্রহর গত?
বিনিয়ামিন
০৯ অগাস্ট ২০১০ সাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।