আমাদের কথা খুঁজে নিন

   

সব সম্ভবের দেশ বাংলাদে!!

্‌আমার নিজস্ব একটা কষ্ট আছে,আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসেনা বিভিন্ন বইয়ে পেপার-পত্রিকায় অনেকেই এই কথাটি বলেছেন - সব সম্ভবের দেশ বাংলাদেশ। আমার এক বড় ভাই নাম সনি তিনি আমাকে প্রায় বলেন - সব সম্ভবের দেশ বাংলাদেশ। আমি তিনার এ কথাটি কিছুতেই মেনে নিতে পারি না। সে দিন মন খারাপ করে বসে আছি এমন সময় সনি ভাই এসে হাজির বলে,কিরে মন খারাপ কেন?আমি বলি কাল একটা ইন্টারভিউ ছিল শহরে কিন্তু যাব কি ভাবে তাই ভাবছি। সনি ভাই বলে কেন বাসে যাবি।

আমি বলি,কাল হরতাল। সনি ভাই যেন আকাশ থেকে পড়ে বলে,তোর মাথা টিক আছে তো?কাল তো ছুটির দিন তাহলে হরতাল কিসের । আমি বলি শুধু কাল না শুক্র-শনি দুই দিন হরতাল। সনি ভাই কিছুক্ষন চুপ করে থেকে বলে,কিরে এবার তো মানবি সব সম্ভবের দেশ বাংলাদেশ। আমি কিছু বলিনা মনে মনে ভাবি য়ে দেশে ছুটির দিনেও হরতাল ডাকা হয় সে দেশ সব সম্ভবের দেশ না হয়ে যায় কোথায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.