আমাদের কথা খুঁজে নিন

   

সব সম্ভবের দেশে

জীব বৈচিত্র্য সংরক্ষণে আমাদের সচেতনতাই সবচেয়ে জরুরী

পৃথিবীতে এমন আর কোন দেশ আছে কিনা যেটি শুধু মাত্র নয় মাসের সংগ্রামে স্বাধীন হয়েছে। জানি না এমন আর কোন দেশ আছে কিনা যেখানে আত্ম স্বীকৃত দেশদ্রোহীরা, যুদ্ধাপরাধীরা সাধারণ ক্ষমা পেয়েছে। খুব জানতে ইচ্ছে করে যুদ্ধ পরবর্তী সময়ে আল বদর, রেজাকার, আল শামস্ দের মত যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা করার সিদ্ধান্তে এ দেশের আপামর জনসাধারনের সমর্থন ছিল কিনা। স্বাধীনতার মত অমূল্য সম্পদের মূল্যায়ন করার মত উপলব্ধি গড়ে উঠার আগেই স্বাধীনতা লাভ করা বাংলাদেশীদের জন্য হিতে বিপরীত হয়েছে। না হলে কেন এ দেশের মানুষগুলোর মাঝে সামান্যতম দেশ প্রেম নাই কেন।

যে যেখানে, যে অব্স্থানেই থাকুক না কেন হরিলুটের মাধ্যমে নিজের উন্নয়নে ব্যস্ত। খুব কম মানুষের মাঝেই আজ আমরা দেখতে পাই ন্যায় নীতি, পর মত সহিষ্ঞুতা, পরিশ্রম করার মানসিকতার মত মানবিক গুনাবলীর। নতুন প্রজন্মরা যাদের দেখে শিখবে, যাদের অনুপ্রেরণায় দেশ প্রেমিক নাগরিক হিসাবে বড হবে তারাই আজ দূর্নীতির ধারক- বাহক হয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমার ফলে তারা যুদ্ধকালীন সময়ের মানসিকতা ও আদর্শের ভিত্তিতে গডে তুলেছে রাজনৈতিক দল। যারা কখনোই দেশের উন্নয়ন ও মঙ্গলের কথা ভাবতেই পারেনি তারা ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে।

আমাদের দেশের সাধারণ মানুষের রায়েই তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়। তাদের আবার যোগ্য কিছু উত্তরসূরী গডে তুলেছে যারা তাদের পীরদের জন্য জীবন দিতেও পিছ পা হয় না কিন্তু দেশের জন্য তারা একটা ইটও এপাশ থেকে ওপাশ করে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.