শাফিক আফতাব----------- একসময় তোমাকে ভেবে ভেবে রাত্রি কাবার হত এক সময় তোমার অপেক্ষায় দিনগুলো রাত্রি হতো এখন আর হয় না শরীরও সয় না । একসময় বর্ষার মেঘেরা অকস্মাৎ ভেজাতো আমাদের এক সময় নদীরা আমাদের গুণ গুণ গানে তাল ধরতো একসময় তুমি কেঁদে কেঁদে মুক হতে একটি একটি গোলাপ দিতে। এখন মনের ব্যথা হাড়ে দিনে দিনে প্রসাবে সুগার বাড়ে প্রেম তাই দিনে দিনে যায় কমে আনন্দ কমে আছে তোমাকে রমণে। একসময় তোমাকে ভেবে ভেবে রাত্রি কাবার হতো একসময় তোমার অপেক্ষায় দিনগুলো রাত্রি হতো। ২৮-.০৬.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।