পাখি এক্সপ্রেস
দু:স্বপ্ন এগিয়ে আসে
ভোরে নিয়ম করে সূর্য আসবে না, জোড়া জোড়া চোখ আর পা
চষে বেড়াবে পূর্ণিমার অন্ধকার। কখনোবা রাত নামবে না।
শহরে নেমে পড়বে জমজ স্বপ্নের ক্র্যাচ, সড়ক দূর্ঘটনায় পা হারানোর
বিজ্ঞাপন বহনকারী নাগরিক ব্যস্ততার ঘরে ফেরার তাড়া নেই, কোথাও
সুর নেই, তাচ্ছ্যিল্যের বায়ু নেই!
আমরা একসময় সবুজ ছিলাম;
গোলা ভরা সাহস আর পুকুর ভরা উচ্ছ্বাস ছিলো।
ঘরে ফেরার তাড়া, কচিপাতার গান,
প্রচুর নতুন রোদ আর গল্পের আসর ছিলো।
আমাদের নির্ভেজাল পুঁথিপাঠে দস্যুর চরিত্র ছিলো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।