শাফিক আফতাব ------- একসময় তোমার মুঠোফোন ইউজার বিজি কিংবা ওয়েটিং পেলে মনটা বিগড়ে যেতো, আজ আর যায় না, কেমন যেনো সয়ে গেছে ; শুধু তাই নয়, যে মানুষগুলো লণ্ডভণ্ড করে দিয়েছিলো জীবন আমাদের, যাদের সীমাহীন অত্যাচারে বড় বিপর্যস্ত আর অতিষ্ঠ ছিলো আমাদের পরিবার ; যে বখাটেদের উপদ্রবে সন্ত্রস্ত থাকতো হতো আমার সহদরা অগ্রজ দুইবোন, জমি দখল, কিংবা রাতের আঁধারে গরু আর পুকুর চুরির সম্ভাবনায় বাবাকে হতে হতো রাতের টহলপুলিশ কিংবা রাতজাগা আবুল দফাদার, কিংবা মশামারা কেরাণীর মতো সমস্তরাত্রি জেগে থাকতেন ঢুলঢুলু চোখে। একসময় আমি তোমাকে বড় বেশি ভালোবাসতাম, আজ আর বাসিনা ; আসলে কি বাসিনা ? না ভালোবাসাই নেই আর আমার মনের থুলিতে। অথচ আমি তো ভালোবেসেই সুন্দর এক প্রভাতের স্বপ্ন দেখেছিলাম, সকালের ঈষৎ ঠাণ্ডা জলে স্নান সেরে এক বঁধুকে হেঁটে যেতে দেখিছিলাম, আজ আমি চোখে কম দেখি, পাঁজরের খুঁটিতে ভর নেই সবকিছু থেকে যেন আলগা মনে হয় আজ, কোনো কিছুতেই আজ দায় নেই, সায় নেই ঐ যে একদিন তুমি অপেক্ষার প্রতিটি শব্দের স্ফ’লিঙ্গে আগুণ জ্বালাতে টগবগ ভালোবাসার গাঢ় সরে কেমন অভিবাদন জানাতে ! তাও আজ মনে উথলে উঠেনা, মুঠোফোন আজ ইউজার বিজি বা ওয়েটিং পেলে বিগড়ে যায় না মন। আজ সব কেমন যেনো বিবর্ণ ঝরাপাতাদের মতো মনে হয়, অথচ একসময় তুমি কেমন সজিব ছিলে, এক সময় কেমন ভাবনা হতো তোমাকে নিয়ে ! শত্র“ হননের জন্য রক্তরা টগবগ করতো !! অথচ আজ সবকিছু থেকে আলগা মনে হয়, প্রতিপক্ষকে ঘায়েলের কোনো তাড়া অনুভব করিনা, শুধু প্রার্থনা করতে ইচ্ছে করে, ‘ এদের হেদায়েত করো প্রভূ, এদের মানুষ করো’। ০৯.০৩.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।