গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস দুনিয়ার সবচেয়ে দামি ৩০টি চিত্রকর্মের যে তালিকা প্রকাশ করেছে, এর দশটিই পাবলো পিকাসোর আঁকা। এই ১০টি ছবির সম্মিলিত মূল্য প্রায় ৫৫ কোটি ডলার। বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার কোটি টাকা। তাঁর আঁকা ‘দ্য বয় উইথ দ্য পাইপ’ বিক্রি হয়েছে ১০৪·২ মিলিয়ন ডলারে। সারা জীবনে তিনি ঠিক কত ছবি এঁকেছেন, এর কোনো সঠিক সংখ্যা জানা যায় না।
তবে এক হিসাবে দেখা যায় এই সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যাবে। এসব ছবির একত্র মূল্য কত হতে পারে বলুন তো?
মজার কথা কী জানেন, একসময় পাঁচ ফ্রাঁ ১০ ফ্রাঁতেও বিক্রি হয়েছে পিকাসোর ছবি। প্যারিসে ফেরনান্দে অলিভিয়েরের সঙ্গে যখন থাকতেন, তখন এমনও দিন গেছে যখন ঘর গরম রাখার কয়লা কেনার টাকা পর্যন্ত তাঁদের থাকত না। সারা মাসের খরচ বাবদ ৫০ ফ্রাঁ জোগাড় করাও অনেক সময় কঠিন হয়ে পড়ত।
তবে ভ্যান গগ, পল গগার তুলনায় পিকাসো অনেক ভাগ্যবান।
জীবদ্দশাতেই নিজের ছবির কদর দেখে গেছেন, পেয়েছেন ঈর্ষণীয় মূল্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।