আমাদের কথা খুঁজে নিন

   

পরাধীনতার তীব্র কষ্ট আর হাহাকার

তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি মানুষের চোখে পরাধীনতার তীব্র কষ্ট আর হাহাকার দেখে সে বার ১৯৭১ সালে কিছু মুক্তি কামী কবি, একজন মহান কবির ডাকে সাড়া দিয়ে, ৯ মাস রক্তক্ষয়ী কবিতার চাষ করেছিল; আমি সে বার সেই সব কবিদের অস্রের বারুদ হয়ে জন্মে ছিলাম। আমি ১৯৮৯ সালে প্রজন্মের হাহাকার হয়ে আবার জন্ম নিয়ে দেখলাম "আমার ভাইয়েরা যে স্বাধীনতার জন্যে জীবন দিল সে স্বাধীনতা আমরা এখনো পাই নি।" বন্ধুরা অবাক হচ্ছেন? ৪১ তম স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি আমরা। একবার ভাবুন দেখি "আমরা কতটা স্বাধীন"। আচ্ছা কবিদের কি হাহাকার থাকতে নেই? আমি এই তৃতীয় প্রজন্মের চোখে তীব্র হাহাকার দেখতে পাচ্ছি। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে চায়। কেউ কেউ মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন কে মিলিয়ে পেলছে। তাদের চোখে হাহাকার। বিশ্বাস করুন "আমি একজন সুখী, বিস্ময়কর সুখী মানুষ এবং একি সাথে হতাশ।" কবিদের কি খুধা থাকতে নেই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.