আমাদের কথা খুঁজে নিন

   

.......পরাধীনতার শেকল পায়ে আমরা এক ঘুমন্ত জাতি ......

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমরা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলাম একটি লাল সবুজের পতাকা ... দেশের মানুষ গুলো ছিলো বারুদের মত । ছিলো বাঘের মত সাহসী আর নির্ভিক । কিন্তু সেই দেশের মানুষগুলোই মাত্র ৪০ বছরেই হয়ে গেছে ছাগলের মত নিরিহ । অপ্রিয় হলেও সত্য যে তখন ভারত আমাদের তখন নিজেদের স্বার্থে সাহায্য করেছিলো । আমরা অকৃতজ্ঞ নয় । তাই শিকার করলাম সেই সময়ের পরম বন্ধুর কথা । কিন্তু সেই ভারতই এখন সীমান্তে বিএসএফ নামক হিংস্র হায়েনা লেলিয়ে দিয়ে এদেশের ছাগল সদৃশ নিরিহ মানুষগুলোর রক্ত খাচ্ছে রক্তলোলুপ পিশাচের মত । আর আমরা মানুষরূপী ছাগলের দল খেয়ে দেয়ে সুয়ে বসে সারাদিন প্যা প্যা ভ্যা ভ্যা করছি ....... এছাড়া আর কিই বা করার আছে ...... কিছুক্ষন আগে এক ব্লগার তার পোস্টের কবিতায় মানুষকে আমন্ত্রন করছে বিজয় মিছিলে । সেখানে আমি নিচের লেখাটি কমেন্ট আকারে করেছি .. । ভাল লাগলো নিজের কাছে তাই নিজের পোস্টেও দিয়ে রাখলাম ... স্বাধীনতার সূর্যটা আজ অনুজ্জ্বল কুয়াশায় চাদরে পড়েছে ঢাকা... তুমি কাদের আমন্ত্রন করছো,, ওরা তোমায় সাড়া দেবে না.. ওদের ডেকে লাভ হবে না.. অকারণে হরতাল হলে আজ যে দেশে .. মানুষ বেরিয়ে পথে ,,, করে দেশটাকে রণক্ষেত্র .. যে দেশে বিজয়ের দিনে রাজপথ থাকে ফাঁকা .. লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ মনে হয় যেন অচল ... যে দেশের মানুষ আজ ভুলে যায় সব কীর্তি নির্ভিক মুক্তিযোদ্ধাদের যে দেশের মানুষ দিতে জানেনা সম্মান সেই সব বীরাঙ্গনাদের.. সে দেশের মানুষ বুঝবে না.. সৃষ্টি সুখের উল্লাসে মাতা.. এই মুহূর্তটার মর্ম.. ওরা আজ পরিনত হয়েছে.. একটি নির্জীব নিষ্কর্মা.. ঘুমন্ত জাতিতে.. দেখবে একদিন ওরা আবার.. জেগে উঠবে নতুন আলোর .. ঝলকানি দেখে .. হয়তো পরাধীনতার নতুন.. কোন শেকল পায়ে..
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.