I want to know about new thinks. আমরা পরাধীনতাকে ভালবাসি বলেই শত শত বছর ধরে লালন করে আসছি । ভারতের ইতিহাস তাই বলে কখনো আরবের বনিকেরা , কখনো পারস্স ও আফগান যুদ্দারা , কখনোবা পতুগিজ নাবিকেরা ,আবার কখনো ইংরেজ সাহেবরা । এভাবে শত শত বছরের পরাধীনতার অন্দকারে ডুবে থাকা জাতি স্বাধীনতার স্বপ্ন দেখতে থাকে । সে স্বপ্ন সত্তিহয়েও আসে ৪৭ , আমাদের গেতিভাই পাকিস্তনিদের সাথে যুগত্পুত আন্দুলনের মাদ্যমে । কিন্ত পাকিস্তানি গেতিভায়েরা এমন শ্বাসন চালালো যে পূর্বের শত বছরের দুস্বাসন্কেও হার মানালো ।
আবারও আন্দুলন ,সংগ্রাম আবারও স্বাধীনতার ডাক । ৭১ এর এক রক্তক্ষই মুক্তি যুদ্দের মাধ্যমে অর্জিত হলো আমাদের প্রকিত স্বাধীনতা ।
তারপর হাজারও চড়াই উতরাই পেরিয়ে আমার বাংলাদেশ । কিন্তু আমরাকি স্বাধীন ?
অসম্ভব
কারণ শত শত বছর ধরে আমরা যে পরাধীনতার মানুষিকতা পূষণ করে আসছি সেটা যেমন তেগ করতে পারছি না , তেমনি শাসক গুষ্টির লোকেরাও পারছেনা অন্যায় , অত্যাচার আর জুলোমের মানসিকতা ।
তাই স্বাধীনতার স্বাদ কি বুজিনি আমরা , কবে বুজব তাও জানিনা ।
আমাদের বিভেক বলতে কিছু নেই তাই বার বার একই ভুল করে যাই । এত জুলুম অত্যাচার আর অন্যায়ের পরও আমরা তাদের হাতেই ক্ষমতা তোলেদেই । ক্ষমতার পালা বদলে গুরেফিরে আসে ওই একই লোক । নীতিহীন ,চরিত্রহীন এসমস্ত লোক ক্ষমতায় বসে শুরু করে দুর্নীতি , সজনপ্রিতি আর দুস্বাসন । আমরা আশায় থাকি পরিবর্তনের কিন্ত আশা যে আর আলোর মুখ দেখে না আমরা পরেথাকি সেই অন্দকারেই ।
ক্ষমতার মুহ তেগ করতে নাপারা ক্ষমতা লিপ্সু রাজা , বাদশা , নবাব , লর্ড আর জমিদার প্রভুরাই বার বার গুরে ফিরে আসে ক্ষমতায় । আমরা চিরকাল অত্যাচারিত , প্রতারিত , নির্যাতিত প্রজাই রয়ে গেলাম । কিছু সুবিধা বুগি মিজাফর , গসেটি বেগম , জগদ সেঠ আর আমলাদের বিশ্বাস ঘাতগতা আর প্রতারণার কাছে জিম্মি হয়ে রইলাম যুগের পর যুগ । মানুষের রক্তে রঞ্জিত স্বাধীনতা , অত্যাচারের যাতাকলে পরে নিস্প্রেসিত লন্ঠিত।
কবি রোদ্র লিখেছিলেন , জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরানু শকুন ।
ভিনদেশী প্রভুদের দুশ্বাসনকেও হার মানিয়েছে আজ নিজ দেশের সরকারের শ্বাসন। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল দিনে দিনে তা যেন অর্থহীন হয়েপরছে । মূল্যহীন হয়ে পরছে স্বাধীনতার অর্থ ।
এভাবে চলতে থাকলে একদিন হয়ত আমরা স্বপ্ন দেখাও ভুলে যাব । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।