আমাদের কথা খুঁজে নিন

   

পরাধীনতার নামই তাহলে স্বাধীনতা!

"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা পরাধীনতার নামই তাহলে স্বাধীনতা! 'মানুষ যদি তার স্বাধীনতা স্বাধীনতা-বিসর্জন দেবার পথেই কাজে লাগায় তাহলে সে কি ক্রীতদাসের চাইতে কম? জনগণ যদি গণভোটের মাধ্যমে তাদের ওপর একজন স্বৈরতন্ত্রী শাসককে বসায় তাহলে যেহেতু স্বৈরতন্ত্র তাদের সৃষ্টি তাহলে কি তাদের স্বাধীনতা বজায় থাকে? আর যেহেতু স্বৈরতন্ত্রী শাসক তাদের ভোটেরই ফল সুতরাং তাহলে কি তার দমনপীড়নের অনুশাসনগুলোকে ন্যায়সঙ্গত বলে মনে করা হবে?' - হারবার্ট স্পেনসার সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায়। ভাষা পাল্টে যায়, ভাষার অধীনের শব্দগুলোরও অর্থবদল ঘটে। অভিধানে যাই থাকুক না কেন, এখন ভালোবাসার অর্থ পাল্টে গেছে, সমাজ কথাটার অর্থও পাল্টে গেছে। দায়িত্ব, নীতিবোধ, বিবেক, মনুষ্যত্ব, দেশপ্রেম -- এমন অনেক শব্দই এখন অচল-অপাঙতেয় হয়ে উঠেছে।

গত পরশু সন্ধ্যার খবরে আমরা জানতে পেরেছি, লিবিয়ার নেতা মুয়াম্মাল গাদ্দাফী বিদ্রোহী বাহিনী বা 'ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল'(এনটিসি)'র হাতে ধরা পড়েছেন। এর পর পরই আমরা শুনলাম, তিনি নিহত হয়েছেন। এনটিসি দাবি করেছিল গাদ্দাফী মারা গেছেন ক্রসফায়ারে। (বাংলাদেশের র‌্যাবের সাথে এনটিসি'র যোগাযোগ আছে নাকি?) এনটিসির পক্ষ থেকে আরো বলা হয়েছিল, ওইদিন অর্থাৎ ২০ অক্টোবর খুব ভোরে সির্তের কাছ থেকে গাদ্দাফিকে বন্দি করা হয়। গাড়ি বহর নিয়ে পালানোর চেষ্টার সময় ন্যাটো বিমান হামলার শিকার হন গাদ্দাফি।

তার দুই পায়ে আঘাত লাগে। এরপর আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে, টিভিতে দেখলাম, কি নির্মমভাবে গাদ্দাফীকে হত্যা করা হয়েছে। শুনতে পেলাম, জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র গাদ্দাফীর মৃত্যুর তদন্ত দাবি করেছে। তারা কার কাছে এ দাবি করেছে? ন্যাটোর কাছে? নাকি এনটিসির কাছে বুঝতে পারিনি। আর আজ রাতের সংবাদে শুনতে পেলাম, আগামীকাল লিবিয়ার স্বাধীনতা ঘোষণা করা হবে।

স্বাধীনতা কথাটার অর্থ কি? লিবিয়া কোন বিদেশি শক্তির অধীন ছিল? এখন লিবিয়া কারা শাসন করবে? একই রকম স্বাধীনতা আমরা দেখছি ইরাকেও। অনেক শব্দের অর্থ পাল্টে যাচ্ছে। সব বুঝতে পারি না। পুরনো মেশিন ... ... শুধু মনে হচ্ছিল, পরাধীনতার নামই তাহলে এখন স্বাধীনতা! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.