আকাশ ভরা গাঙচিল পরাধীনতার গল্প দাঙ্গা বিক্ষোভে কেটে যায় দিন রাত আর ভয়ঙ্কর কিছু নিস্তব্ধ দুপুর পাখি ডাকে তবু তাতে অবোরোধের নেশা দেশকে পরাস্ত হতে দেবে না অবোরোধকারীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত নগরে নেমে আসে শত্রুর বুলেট নিমিষে মৃত্যুপুরী হয় এ দেশ স্বাধীনতার মৃত্যু হয় ভরা দুপুরে। স্বপ্ন ভেঙ্গেছিল সে সময়ের গল্পে নতুন সূর্য ওঠেনি দিগন্তে আজও পরাধীন আমরা, আমাদের এ অন্দর আমরা আজও কার্পণ্য করি ভালবাসতে হৃদয়ে আমাদের বিরাট বৈষম্য আমরা এখনো পরাধীন পরাধীন আমাদের মন। ছবি: ইন্টারনেট থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।