কবিতা আমি নিচে নামতে নামতে অতল ছুঁতে পারি নি আমারও নিচে কেউ বাস করে অতোটুকু শুধু জানি। চেয়েছিলাম- মধ্যবর্তী হয়ে বাঁচতে ডুবিয়ে শরীর সাঙ্গুর শান্ত জলে অনন্তকাল- রোদ ঝলমল শরত সকাল চাইবে আমায় ছুঁতে! আমি যেন বাড়ি-ছাড়া কোন পাহাড়ি কিশোর বন্য সবুজ আর রূঢ় রোদ্রে ঘুরে দীর্ঘ পথ ক্ষান্ত দিয়েছি অনিঃশেষ ক্লান্তিতে। কখন চাইনি ছুঁতে আকাশের নীল, অথবা সু-উঁচু পর্বত করতে আরোহণ। চেয়েছিলাম দেখতে- অভিজ্ঞ বকের ঠোঁট ফসকে পালানো মাছটির খুশি-মুখ; শুনতে চেয়েছি- তার প্রাণের উচ্চারণ! আমি আধিক্য চাই নি; চেয়েছি- একটুকরো স্বচ্ছ সুখ যার পৃষ্ঠে বিচ্ছুরিত হয় বেদনা রঙধনুর সাত রঙে! আমি সেই মেয়েটিকে করেছি কামনা হৃদয়ে যার সামান্যতম ভালোবাসা যেন থাকে আমারই তরে! দৃষ্টিতে থাকে ভোরের আলো- কলঙ্ক যত লাগুক শরীরে। নামে গোধূলি আমার সমস্ত ভাবনায়- কোথাও অদূরে বাজে অনার্য সঙ্গীত। আমি অনার্য কবি নিকৃষ্ট শব্দে গাঁথি আমার অতীত। তারপর পদ-ক্লিষ্ট বর্তমানে দাঁড়ায়। দেখি- ভবিষ্যৎ ক্রমশ অপ্রাপ্তির অতলে হারায়। তবু আমি বেঁচে থাকি, আবারও স্বপ্ন দেখি অপরাপর জীবনের ছায়ায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।