আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রাপ্তি.. অস্বস্তি..দুর্ভাগ্য সব একই সুত্রে গাথা !

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

মেজাজটা তো এমনিতেই খিটখিটে হয়ে আছে। কি করি কিছুই ভালো লাগেনা। বাসা থেকে বের হয়ে রৌদ্র দেখে আরো মেজাজ খারাপ। দু ব্যাংকে দুটি কাজ শেষ করতে গিয়ে মনে হচ্ছিলো সবগুলোকে চড় মারি। এত্তো স্লো ! কাজ শেষ করলাম।

রিকশা তো চলে না। রাস্তা তো সব বড়লোকদের জন্য। মানুষের টাকা চুরি করে বা ঘুষ খেয়ে বা মজুতদাড়ি করে - গাড়ি কিনতে হবে। না হলে ঢাকায় থাকা যাবেনা। যাই হোক আসলাম অফিসে।

একটু শান্তি! এসিতে আবার বেশি ঠান্ডা। সাইনাসের রুগী। কি আর করা। জীবনের এসব প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মিলাতে গিয়ে দেখি বড়ই অস্বস্তিতে পড়ে গেলাম। ক্ষমা করো হে প্রভূ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.