বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় বাংলাদেশ-মিয়ানমারের সীমানা বিরোধের মামলায় বাংলাদেশের দাবির পক্ষে রায় দিয়েছেন জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল। জার্মানির হামবুর্গে অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অফ দি সি (আইটিএলওএস) এর প্রধান জোসে লুই জেসাসের নেতৃত্বে বুধবার দেয়া রায়ে ঘোষণা করা হয়, ১৯৮২ সালের ইউএন কনভেনশন অন দি ল অফ দি সি (আনক্লজ) অনুযায়ি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিকাল মাইলেরও দক্ষিণে বিস্তৃত হবে। বাংলাদেশের এ দাবির বিরোধিতা করে আসছিল মিয়ানামার। হামবুর্গের স্থানীয় সময় সাকাল সাড়ে এগারোটায় দীর্ঘ ১৫১ পৃষ্ঠার রায় পড়তে শুরু করে ট্রাইব্যুনাল। রায়ে দেখা যায়, বাংলাদেশ ও মিয়ানমারের উপকূল রেখায় মোট ১১টি ভিত্তিবিন্দু ধরা হয়েছে। বাংলাদেশের অংশের ভিত্তিবিন্দুগুলো থেকে ২০০ নটিক্যাল মাইলের বেশি সীমানা বাংলাদেশ কোন কোন অংশে পাবে তার বিবরণ দেয়া হয় রায়ে। এর আগে বাংলাদেশের মামলার পরিপ্রেক্ষিতে দুই দেশের তরফে গত বছর শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেছিল আইটিএলওএস। ১৯৯৪ সালের ১৬ নভেম্বর কার্যকর হবার পর থেকে আইটিএলওএস-এ দায়েরকৃত ১৬তম মামলা হচ্ছে বাংলাদেশ-মিয়ানমার মামলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।