আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণ বৈষম্যমুলক উপহাসের প্রতিবাদ

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার

বর্ণ বৈষম্যমুলক উপহাস ও কর্মস্থলের অনিয়ম সইতে না পেরে কানেকটিকাটে ম্যানচেস্টারে ৮সহকর্মিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক শ্রমিক। গতকাল মংগলবার সকালে ম্যানচেস্টারের হার্টফোর্ড ডিস্ট্রিবিউশন নামে বিয়ার এন্ড ওয়াইন সরবরাহকারী কোম্পানীতে এ ঘটনাটি ঘটে। জানা যায়,ম্যানচেস্টারের হার্টফোর্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীতে ওমর শরীফ থ্রোনটন(৩৪)নামে এক শ্রমিক গত ৩/৪ মাস আগে উক্ত হার্টফোর্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীতে যোগদান করে। গত এক মাস ধরে তার সহকর্মিরা কোম্পানীর নিয়ম কানুন সম্পর্কিত বিষয় নিয়ে এবং বর্ণ বৈষম্যমুলক উপহাস করে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। সুপারভাইজারকে বিষয়টি জানানোর পরও কোন সুরাহা না হওয়ায় নিজেই পদত্যাগ করবেন বলে সবাইকে নোটিস দি্যেছিলেন। গতকাল মংগলবার সকাল ৭টার দিকে কর্মস্থলে গিয়ে .২২৩ ক্যালিবার সেমি অটোমেটিক রাইফেল দিয়ে পর পর ৮সহকর্মিকে গুলি করে হত্যার পর নিজেই আত্মহত্যা করেন। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ,বোমা স্কোয়ার্ড দলসহ সেনাবাহিনীর সদস্যরা এসে পুরো বিসষয়টি তদন্ত করছে। ঘটনায় কানেকটিকাটের গভর্ণর এম.জুডি রেল নিহত ও আহত পরিবারের সদস্যদের পতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।