আমাদের কথা খুঁজে নিন

   

সব বাংলা বর্ণ নিয়ে বাক্য -এর উদাহরণ



এখানে কয়েকটি বাক্য নিয়ে আলোচনা ও উপস্থাপনা করা হবে যেখানে সবকয়টি বাংলা বর্ণ রয়েছে। ইংরেজী বর্ণমালার সবগুলো বর্ণ নিয়ে বাক্য রচনা করতে যেয়ে অনেকগুলো উদাহরন দেয়া যায়...... তারমাঝে মনে হয় এটা সবচেয়ে কমন: A quick brown fox jumps over the lazy dog আমার অ্যাকাডেমিকাল একটা কাজের জন্যে সবগুলো বাংলা বর্ণ নিয়ে একটা বাক্য রচনা করা দরকার......... একলাইনে সবগুলো বর্ণ না লিখে যদি এরকম একটা বাক্য রচনা করা যায় তাহলে ভাল হবে...... সুতরাং কারো কাছে যদি এরকম কোন বাক্য তৈরী থাকে যা সবগুলো বাংলা বর্ণের সমন্বয়ে তৈরী প্লিজ শেয়ার করবেন........ বাক্যটিতে যা যা থাকতে হবে: ১) সব স্বরবর্ণ ( মুক্ত ও সংযুক্ত উভয়ভাবেই....) ২) সব ব্যঞ্জনবর্ণ ( মুক্তভাবে হলেই হবে, যুক্তবর্ণ লাগবে না ) ৩) য-ফলা, ব-ফলা, ম-ফলা, র-ফলা থাকতে হবে **** যদি কেউ সাহায্য করেন এবং আমি সেই বাক্যটি কোথাও ব্যবহার করি তাহলে সাহায্যকারীর কৃতজ্ঞতা স্বীকার করা হবে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।