আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণ

শিক্ষানবীশ । । শিখছি । ।

আমার লিখে রাখা শব্দে আছে যত বর্ণ, আমার সাথেই হয়ত চলে যাবে, হবে সব বিবর্ণ ।

লিখে রাখি সযতনে তাদের, লিখে রাখি মনে, কথার সাথে মিল না রেখে আমি ছুটছি কার পানে ? তোদের সাথে গলা মিলিয়ে এখন ভাসছি স্রোতের সাথে, ভাবতাম যেখানে তাহবো আমি সর্বদা স্রোতের বিপরীতে । গা ভাসিয়ে তোদের সাথে হেটে চলেছি পথে, হেটেই চলেছি দেখছিনা সময় দিন কিংবা রাতে । আমার স্বপ্নের ছড়ানো আলোয় শুকাবে তোমার চুল, মনে রেখো আমার কাছে তা যেন কখনো না লাগে ভুল । আমার কল্পনার গড়া ভাস্কর্যে তোমার আছে দেয়া আকৃতি, চাই তুমি রও চিরদিন, হয়ে যেয়োনা কখনো স্মৃতি । বুঝতে পারবে হয়ত তুমি সব বর্ণের মর্মার্থ, হতে চাইনা এই জন্যে আমি কোনোদিন, কখনো ব্যর্থ ।

। । ---সৈয়দ সাইফ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।