আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণ ও আমরা

আমি পূজারী,শুধুই তোমার প্রেমের

হাজার বছর সাধনা করে বিশ্বের প্রতিটি প্রান্ত খুজে বাতাসের পিঠে ভর করে আজ আমি তোমায় পেয়েছি। পেয়েছি তোমায়- কদম ফুলের বৃষ্টি মাখা সুবাসে তারার আলো করে রাত্রির আকাশে রক্তিম কৃষ্নচূড়া করে বৃক্ষের শাখাতে। সেদিন আমি চিন্তে করিনি ভুল জুই চামিলি সবই ছিল তোমার খোপার ফুল তিল আকা ছিল তোমার ওই অস্পৃশ্য গালে। আজ আমি তমায় ভীষণ ভালবাসি। রিক্ত হাতে ফিরিয়ে দিও না আমায় ফরিং এর মত উড়ে বেড়াও আমার আত্মায়। আমার অস্তিত্ম আজ মিশে আছে তোমাতে- মিশে আছে আমার সব তোমার অস্তিত্মে নতুন করে আবার তাই সাজাব এ জীবন তোমায় নিয়ে শিশিরে ভেজা ওই সূর্যালোকে ,কিংবা শিশিরে সিক্ত সন্ধ্যার আলোতে রব তুলব প্রতি মূহুর্তে,"ভালবাসি,ভালবাসি,ভালবাসি"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।